হোম > জাতীয়

শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কুলের শিশুদের করোনার টিকা দেওয়া হবে কিনা তা শিগগিরই জানা যাবে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী চান শিশুদের টিকা দেওয়া হোক। বিষয়টি নিয়ে আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে। 

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, শিশুদের টিকার আওতায় আনার ব্যাপারে সরকারের উদ্যোগের বিষয়টি আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছি। 

তিনি বলেন, বাচ্চাদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা পাইনি। যুক্তরাষ্ট্রে শিশুদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটা তাঁদের নিজেদের ব্যবস্থাপনায় নিজেদের প্রটোকলের মাধ্যমে। এখন আমাদের দেশেও হতে পারে। সরকারের উচ্চ পর্যায় যদি মনে করে, তাহলে সেটি হতে পারে। প্রধানমন্ত্রী চাচ্ছেন টিকা নিশ্চিত করেই স্কুল খোলা হোক। 

খুরশীদ আলম বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনা অনেকটাই স্থগিত অবস্থায় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ঘরে থেকে থেকে নানা ধরনের অসুবিধায় পড়ছেন। টিকা দিয়ে তাঁদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের এরই মধ্যে মোটামুটি টিকা দেওয়া শেষ। 

বিশ্ববিদ্যালয়ে বড় একটা অংশকে এরই মধ্যে টিকার আওতায় আনা হয়েছে। বাচ্চাদের আওতায় আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান তিনি।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান