হোম > জাতীয়

চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, ভিড় নেই স্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট প্রত্যাশীদের তেমন একটা ভিড় নেই। কোনো ঝামেলা ছাড়াই আজ যাত্রীরা টিকিট কেটে চলে যেতে পারছেন। ট্রেনের ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাচ্ছে। অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার যাত্রীদের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'আজ দশটি কাউন্টারের মাধ্যমে কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল থেকেই আজ যাত্রীদের টিকিট কাটার খুব একটা চাপ নেই। সবগুলো কাউন্টার ফাঁকা ছিল। আজকে আন্তনগর ট্রেনের ১১ থেকে ১৪ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।' 

ট্রেন চালানোর প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে ট্রেন চালানো শুরু হবে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না'। 

এদিকে চলমান কঠোর বিধি-নিষেধ শেষে কাল থেকে সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে বলে আগেই জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ করল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

টিএফআই সেলে গুম-নির্যাতনের শুনানিতে উত্তপ্ত বাক্যবিনিময়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি