হোম > জাতীয়

এপ্রিলের মধ্যে দেশে ২৪ কোটি টিকা নিশ্চিত হবে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী। 

এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
 
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। 

ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির