ঢাকার সব ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপনের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা) ৬ মাসের মধ্যে আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সব আবাসিক ও বাণিজ্যিক ভবনে এরই মধ্যে স্থাপিত সৌর প্যানেলসমূহ সচল করার নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে ঢাকার সব ভবনের ছাদে স্থাপিত বিদ্যমান সৌরপ্যানেলসমূহ কার্যকরভাবে চালু রাখার ব্যর্থতা কেন আইনবহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এ ছাড়া সব ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপন করে আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি ও জাতীয় মহাপরিকল্পনায় প্রতিশ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
বেলার পক্ষে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। আইনজীবী হাসানুল বান্না আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।