হোম > জাতীয়

ইউপি তথ্য সেবাকেন্দ্রের পরিচালনা বিধি: এটুআই প্রকল্প পরিচালকসহ ৫২ জনের বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবাকেন্দ্রসমূহের (ইউআইএসসি) সেবার মান উন্নয়ন ও কেন্দ্রসমূহ সুচারু রূপে পরিচালনা সংক্রান্ত পরিপত্রের বিধি ২.৩ (ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন, পরিচালনার বিষয়ে উদ্যোক্তার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করবে) কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন।

স্থানীয় সরকার সচিব, ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, এটুআই প্রজেক্টের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ৫২ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার শেখ মো. সামিউল ইসলাম জুয়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল। 

এর আগে এমদাদুল হক, শেখ আবদুল্লাহ আল আমীনসহ ৩১৮ জন ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা হাইকোর্টে রিট করেন। 

আইনজীবী সামিউল ইসলাম জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের আওতায় ইউনিয়ন পর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা কাজ করে আসছিলেন। পরবর্তীতে তাঁদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়। ২০১৩ সালে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রসমূহের (ইউআইএসসি) সেবার মান উন্নয়ন ও কেন্দ্রসমূহ সুচারু রূপে পরিচালনা সংক্রান্ত নীতিমালা করা হয়। নীতিমালার ২.৩ এ বলা হয়েছে—ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন, পরিচালনার বিষয়ে উদ্যোক্তার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করবে। এই বিধির ফলে চেয়ারম্যানের সঙ্গে যারা ইউনিয়ন ডিজিটাল অফিসার বা উদ্যোক্তা তাঁদের চুক্তি করতে বাধ্য করা হতো। এতে ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তাদের চেয়ারম্যান বিভিন্নভাবে হয়রানি করছে।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল