সংবিধান মেনে আলোচনার মাধ্যমে বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন আশা প্রকাশ করেছে চীন। আজ বৃহস্পতিবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘বেল্ট অ্যান্ড রোড: আগামী দশক’ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এমন আশা ব্যক্ত করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব অংশীদার আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার মতভেদ দূর করুক—এমনটাই চাওয়া চীনের। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সংবিধান ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। চীন অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি মেনে চলে। তবে বাংলাদেশের বন্ধু হিসেবে চীন আশা করে, দেশের মানুষের মঙ্গলের জন্য নির্বাচনের অংশীদাররা আলোচনার মাধ্যমে নিজেদের মতভেদ দূর করবেন। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন।’
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন বলেও মনে করেন ইয়াও ওয়েন। ডিক্যাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।