হোম > জাতীয়

সৌদি থেকে ফিরতে স্পেশাল এক্সিট নিয়েছেন ২৮৫৫৯ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে অবৈধ বাংলাদেশি কর্মীদের মধ্যে ২৮ হাজার ৫৫৯ জন স্পেশাল এক্সিট নিয়েছেন। এর মধ্যে আকামার মেয়াদ পেরিয়ে গেছে এমন প্রবাসী রয়েছেন ১৬ হাজার ৮৬১ জন এবং অথবা কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক (হুরুব) এমন প্রবাসী রয়েছেন ১১ হাজার ৬৯৮ জন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

২০১৯ সালের ২২ ডিসেম্বর ‘স্পেশাল এক্সিট প্রোগ্রাম’ শীর্ষক বিশেষ কর্মসূচি শুরু করে সৌদি আরব। এর আওতায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দেয় সৌদি আরব। এ কর্মসূচির আওতায় জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ইকামাধারীরা। তবে শুধু বিভিন্ন কোম্পানিতে কর্মরতরাই এ সুবিধা পাবেন। হুরুব (কর্মস্থল থেকে পলাতক) ঘোষিত যেসব শ্রমিকের নামে কোনো মামলা নেই, তাঁদেরও এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে দিচ্ছে সৌদি সরকার।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশি যেসব কর্মীর আকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির অভিযোগ বা হুরুব রয়েছে, তাঁদের মধ্যে দেশে ফিরতে ইচ্ছুক এমন প্রবাসীদের জন্য অনলাইনে বিশেষ এক্সিট সেবা প্রদান কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। আজ রোববার এটি উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে দেওয়া হবে জানিয়েছেন তিনি।

আজ সকালে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সেবা নিতে আসা কয়েকশ অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ আসাদুজ্জামান। 

রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী যাঁদের আকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির অভিযোগ রয়েছে তাঁরা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের পর যে কেউ তাঁর আবেদনের আপডেটও দেখে নিতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্যও আবেদন করা যাবে।’

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে দূরদূরান্তে বসবাস করেন। তাঁদের কষ্ট করে সেবার নেওয়ার জন্য আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না। সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও প্রবাসীদের পাসপোর্টসহ বিভিন্ন জরুরি সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।’

এ সময় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট বিষয়ে একটি টিউটোরিয়ালও প্রদর্শন করা হয়।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন