হোম > জাতীয়

বাংলা একাডেমিতে টাকা দিয়ে ১৭৫ জনের চাকরি, প্রমাণ পেল দুদক

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলা একাডেমিতে নিয়োগ জালিয়াতি ও স্বজনপ্রীতির মাধ্যমে ১৭৫ জনকে নিয়োগ দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে নিয়োগ জালিয়াতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের বাংলা একাডেমিতে অভিযান চালায়।

অভিযান সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে বাংলা একাডেমি প্রশাসনের পক্ষ থেকে ১৮০ জন বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই নিয়োগকে ঘিরে দায়িত্বে থাকা একাডেমির তৎকালীন মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ও প্রতিষ্ঠানটির প্রশাসনের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।

দুদক সূত্রে জানা যায়, একাডেমির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭৫টি পদের বিপরীতে ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। তাঁদের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা জমা হয় একাডেমি ফান্ডে। এর মধ্যে অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক ডিজি নূরুল হুদা, তাঁর নেতৃত্বাধীন প্রশাসন ও অন্যদের ওপর।

অভিযানের দায়িত্বে থাকা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ৪ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষার ডাকা হয় মাত্র ৫০০ জনকে। পরে ফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলা একাডেমি প্রশাসন।

এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয়স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেওয়ারও অভিযোগ আছে।

বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ শুনেছেন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দুদক ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযানের প্রাপ্ত রেকর্ডপত্র যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে জানানো হবে। তবে নিয়োগে রাজনৈতিক প্রভাব কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, ঘুষের মতো অভিযোগ পাওয়া গেলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর