হোম > জাতীয়

ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপজেলা নির্বাচন উপলক্ষে সারা দেশে বন্ধ রাখা ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। 

এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে আগের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করতে কমিশন অনুমোদন দিয়েছে। 

মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে। 

গত সোমবার এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণকে সেবা দিতে যেন বিলম্ব না হয়। আমি সরকারি কর্মচারী, যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটি নিশ্চিত রাখতে হবে।’ 

এর আগে ইসির এক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, মাঠপর্যায়ের অফিসে সপ্তাহে এক বা দুই দিন এনআইডি সংশোধনের আবেদনের বিষয়ে শুনানি করা হবে।

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর