হোম > জাতীয়

ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপজেলা নির্বাচন উপলক্ষে সারা দেশে বন্ধ রাখা ভোটার স্থানান্তর সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। 

এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাচন সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে আগের মতো যেসব এলাকায় নির্বাচন চলমান নেই সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করতে কমিশন অনুমোদন দিয়েছে। 

মাঠ পর্যায়ে যেসব এলাকায় নির্বাচন চলমান নেই, সেসব এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম আগের মতো দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে। 

গত সোমবার এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণকে সেবা দিতে যেন বিলম্ব না হয়। আমি সরকারি কর্মচারী, যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটি নিশ্চিত রাখতে হবে।’ 

এর আগে ইসির এক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, মাঠপর্যায়ের অফিসে সপ্তাহে এক বা দুই দিন এনআইডি সংশোধনের আবেদনের বিষয়ে শুনানি করা হবে।

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা