হোম > জাতীয়

জলাশয় ভরাট করে ল্যাব: অবৈধ ঘোষণা করে পূর্বের অবস্থায় ফেরাতে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে জলাশয় আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থ গৈদারটেক এলাকায় ওই জলাশয় অবস্থিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি নির্মাণের জন্য ড্যাপ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। জলাশয় ভরাট রোধে বিবাদীদের ব্যর্থতাকে আইনত কর্তৃত্ববিহীন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হয়েছে রায়ে।

সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত বছর রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্ট জলাশয় ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।

বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে ছিলেন এস এম জহুরুল ইসলাম। আর ডিএনসিসির আইনজীবী ছিলেন রেজা-ই-রাব্বি খন্দকার।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা