হোম > জাতীয়

জলাশয় ভরাট করে ল্যাব: অবৈধ ঘোষণা করে পূর্বের অবস্থায় ফেরাতে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্যাপে চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ল্যাব নির্মাণের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তিন মাসের মধ্যে জলাশয় আগের অবস্থায় ফেরাতে নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। বেলার আইনজীবী হাসানুল বান্না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর মৌজাস্থ গৈদারটেক এলাকায় ওই জলাশয় অবস্থিত। আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে সেন্ট্রাল টিস্যু কালচার অ্যান্ড সিড হেলথ ল্যাবরেটরি নির্মাণের জন্য ড্যাপ চিহ্নিত এ জলাশয়ের প্রায় ১২ একর জমি ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। জলাশয় ভরাট রোধে বিবাদীদের ব্যর্থতাকে আইনত কর্তৃত্ববিহীন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হয়েছে রায়ে।

সরকারি সংস্থা কর্তৃক জনগুরুত্বপূর্ণ জলাশয় ভরাটের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত বছর রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্ট জলাশয় ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হয়।

বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বিএডিসির পক্ষে ছিলেন এস এম জহুরুল ইসলাম। আর ডিএনসিসির আইনজীবী ছিলেন রেজা-ই-রাব্বি খন্দকার।

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র