হোম > জাতীয়

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দেয়নি যে ২২টি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২০টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের (জানুয়ারি-ডিসেম্বর) বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। নিবন্ধিত বাকি ২২টি দল হিসাব জমা দেয়নি। 

হিসাব জমা না দেওয়া দলের মধ্যে ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ, আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি রয়েছে। 

হিসাব জমা দেওয়ার জন্য তারা আরও সময় চেয়ে ইসিতে আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

রাজনৈতিক দলগুলোর ২০২২ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার (৩১ জুলাই)। 

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২২টি দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তারা সবাই হিসাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছে। আমরা এই বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে।’ 

ইসিতে যে ২২টি দল হিসাব জমা দেয়নি সেগুলো হলো বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ। 

নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে। 

বর্তমানে ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন