হোম > জাতীয়

নির্বাচনী আসনের সীমানা, দল নিবন্ধনসহ পাঁচ বিষয়ে বসছে ইসির কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি অ্যাজেন্ডা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কমিটি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষণে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ও নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।

ইসি কর্মকর্তারা জানান, সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত আইন সংশোধনের কাজে হাত দিয়েছে ইসি। ইতিমধ্যে ৬৪টি আসন থেকে ৪০০-এর মতো আবেদন এসেছে। এসব আবেদনে অনেকে ২০০৮ সালের আগের সীমানায়, অর্থাৎ ২০০১ সালের সীমানায় ফিরে যেতে চান।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে।

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ