হোম > জাতীয়

৪০ বছরেও হয়নি পূর্ণাঙ্গ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘মেয়েরা কোথায় কতটুকু সুবিধা বেশি পেল, এটা নিয়ে কত মানুষের কত ক্ষোভ! কোটা পর্যন্ত বাতিল করে দিল। অথচ মেয়েরা যে নিজের বাবার সম্পত্তি পায় ভাইয়ের অর্ধেক, তা নিয়ে সবাই চুপ,’ বলছিলেন লুনা আক্তার নামের একজন নারী। লুনা জানান, স্বামী তাঁর এবং সন্তানের ভরণপোষণ দেন না। অন্যদিকে বাবার মৃত্যুর পর ভাই তাঁকে পৈতৃক সম্পত্তির সামান্য অংশ দিয়েছেন। আরও কিছু চাইতে গেলে তাঁকে হেনস্তা করা হয়।

লুনা আক্তার একা নন। এ দেশের অসংখ্য নারীকেই এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। মানবাধিকারকর্মীদের মতে, দেশে নারীদের প্রতি যত ধরনের অন্যায় হয়ে থাকে, সেগুলোর মূলে রয়েছে বৈষম্যমূলক উত্তরাধিকার আইন। সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারী সমান অধিকার না পাওয়ায় অন্যান্য ক্ষেত্রেও তাকে পুরুষের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশে আজ পালিত হচ্ছে সিডও দিবস। সিডও হচ্ছে জাতিসংঘের গৃহীত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ কথাটির সংক্ষিপ্ত রূপ।

১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সিডও সনদ কার্যকর হয়। এরপর থেকে প্রতিবছরের ৩ সেপ্টেম্বরকে সিডও দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ সরকার ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৪টি ধারায় আপত্তি রেখে এতে স্বাক্ষর ও অনুমোদন করে। এরপর ৪০ বছর পেরিয়ে গেছে। এখনো মূলত ধর্মীয় ও সামাজিক কারণে সনদের দুটি ধারায় আপত্তি বলবৎ রেখেছে বাংলাদেশ। এই দুটি ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে আইনের সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং বিয়ে ও পারিবারিক আইনে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিষয়ে বলেন, ‘আমরা ৪০ বছরেও দুটি ধারায় আপত্তি তুলে নিতে পারিনি। এটা দুঃখজনক। বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তবে উপদেষ্টা এবং আন্দোলনের সমন্বয়ক—কাউকেই আমরা এখনো নারীর প্রতি বৈষম্য বিলোপ বিষয়ে সরব হতে দেখিনি। আশা করব, এই সরকার সিডও সনদের দুটি ধারায় আপত্তি তুলে নিতে কার্যকর পদক্ষেপ নেবে।’

এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন না হওয়ার দায় নীতিনির্ধারকদের। যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে আছেন, তাঁদের অনেকে বিষয়টি ভালো করে বোঝেনও না।’

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি