হোম > জাতীয়

জনশুমারিতে প্রতিবন্ধীদের গণনার আহ্বান ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্সের

দেশের ষষ্ঠ জনশুমারিতে প্রতিবন্ধীদের আলাদা করে গণনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি সংগঠন ‘ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ’। ২৬টি দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে এ সংগঠন।

আজ বুধবার অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ২০২১-সালের জনশুমারিতে অন্তর্ভুক্তি’ শীর্ষক এক ওয়েবিনারে এই আহ্বান জানানো হয়।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইটসেভার্স বাংলাদেশ অফিসের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অয়ন দেবনাথ। মূল প্রবন্ধে উঠে আসে, দেশের বর্তমান প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কিত তথ্য উপাত্ত অনেক পুরোনো। ২০২১ সালের জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। উপস্থাপক আগামী জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার আইনগত বাধ্যবাধকতার ওপরেও জোর দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সরকার প্রতিবন্ধিতা বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১-সালের জনশুমারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা গণনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন–ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের কনভেনর ও সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারি ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্সের প্রস্তাবগুলো বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম