হোম > জাতীয়

সরকারি আইন কর্মকর্তাদের ফি বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর সঙ্গে মামলা শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।

সরকারি আইন কর্মকর্তা তথা জিপি, পিপি, বিশেষ পিপি, অতিরিক্ত জিপি, অতিরিক্ত পিপি, এজিপি, এপিপি এবং এলজিপিদের আরও দায়িত্বশীল ও দায়বদ্ধ করতে এই ফি বাড়ানো হয় বলে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয় বলছে, আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হয়েছে। তার আগে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় ফি বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয় এবং এতে প্রধানমন্ত্রীর সম্মতি নেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী, জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা ও জেলা শহরে দেড় হাজার টাকা ছিল।

জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৬০০ টাকা এবং অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি দেওয়া হতো।

অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে দেড় হাজার টাকা ফি ছিল।

এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলার মাসিক ভ্যালুয়েশন ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি ছিল।

এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা করেছে সরকার। আগে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেলেও এপিপিরা কোনো ফি পেতেন না।

নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ২৫০ টাকা আর অর্ধদিবসের জন্য ১৫০ টাকা করেছে সরকার। আগে পূর্ণদিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা করে দেওয়া হতো।

 

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ