হোম > জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তর সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে: সংসদে ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সারা দেশে ভুয়া ও ভেজাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, তাই তাদের চলমান অভিযানের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘তাঁরা সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন।’ 

আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে করা সম্পূরক প্রশ্নে এমন মন্তব্য করেন জাপার এই সংসদ সদস্য। 

এর আগে তারকা চিহ্নিত একটি প্রশ্নে অনুমোদহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত অভিযানের চিত্র সংসদে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে সম্পূরক প্রশ্নে জাপার আরেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী প্রশ্নের জবাবে যে কথা বলেছেন, তাতে বলতে হয় সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের সামনেই সারা দেশে ভুয়া, ভেজাল ক্লিনিকগুলো গড়ে উঠতেছে। যখন গড়ে ওঠে তখন কেউ দেখার থাকে না, শত শত হাজারে। যখন কেউ মারা যায় কিংবা গণমাধ্যমে যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’ 

পরে ফিরোজ রশীদ সম্পূরক প্রশ্ন করেন। তবে তাঁর প্রশ্নের এই অংশের জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী। 

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান