হোম > জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তর সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে: সংসদে ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সারা দেশে ভুয়া ও ভেজাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, তাই তাদের চলমান অভিযানের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘তাঁরা সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন।’ 

আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে করা সম্পূরক প্রশ্নে এমন মন্তব্য করেন জাপার এই সংসদ সদস্য। 

এর আগে তারকা চিহ্নিত একটি প্রশ্নে অনুমোদহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত অভিযানের চিত্র সংসদে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে সম্পূরক প্রশ্নে জাপার আরেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী প্রশ্নের জবাবে যে কথা বলেছেন, তাতে বলতে হয় সাপ হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের সামনেই সারা দেশে ভুয়া, ভেজাল ক্লিনিকগুলো গড়ে উঠতেছে। যখন গড়ে ওঠে তখন কেউ দেখার থাকে না, শত শত হাজারে। যখন কেউ মারা যায় কিংবা গণমাধ্যমে যাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’ 

পরে ফিরোজ রশীদ সম্পূরক প্রশ্ন করেন। তবে তাঁর প্রশ্নের এই অংশের জবাব দেননি স্বাস্থ্যমন্ত্রী। 

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ