মালয়েশিয়ায় একটি ফাইবার কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে আটকে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুরুজ আলী (২১)।
দেশটির নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জালান কেমুনিংয়ের একটি কারখানায় ঘটনাটি ঘটেছে বলে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট অপারেশন সেন্টারের প্রধান জুলফিকার জাফর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজের সময় ফাইবার টানানোর মেশিনে ওই কর্মী আটকে গিয়েছিলেন জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে, মেশিনে আটক হয়ে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। দশজন উদ্ধারকর্মীর মরদেহটি উদ্ধার করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম উক্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত করার পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জুলফিকার জাফর জানান।