হোম > জাতীয়

মির্জা ফখরুল-আব্বাস গ্রেপ্তার: ডিবির প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুণ অর রশিদ।

আজ শুক্রবার দুপুর ২টার পর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ডিবির প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গত ৮ তারিখে পল্টন থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠাব।’ 

তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবির প্রধান বলেন, ‘পুলিশের ওপর বর্বরোচিত যে হামলা হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে এবং অনেক জানমালের ক্ষতি হয়েছে, সেই প্রেক্ষিতে উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করেছি।’ 

আর কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেখছি। আর কেউ যদি এমন অপরাধ করে, তারা আমাদের নজরদারিতে থাকবে, তাদের বিষয়েও আমরা ব্যবস্থা নেব।’ 

যদিও এর আগে শুক্রবার সকালে ডিবির প্রধান সাংবাদিকদের বলেছিল, ‘গ্রেপ্তার বা আটক নন, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এটা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’ 

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।

শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

বিএনপি সংশ্লিষ্ট আরও পড়ুন:

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার