হোম > জাতীয়

বিএনপি আলোচনায় এলে তাদের প্রস্তাব আমলে নেবেন: ইসি আলমগীর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ইসির ডাকে সাড়া দিয়ে আসলে আলোচনার প্রেক্ষিতে তাদের প্রস্তাব আমলে নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ রোববার কমিশনের সভা শেষে  মো. আলমগীর এ কথা বলেছেন।

রোববার দিনভর কমিশনের সভা ইসির আলোচনায় ছিল বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি। দলটি এখনও তাদের দাবি না মানায় ইসির কোনো আলোচনায় অংশ নেয়নি।  

মো. আলমগীর বলেন, ‘বিএনপি যদি নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে কোনো প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই তাদের প্রস্তাব আমরা আমলে নেব। কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল, সুতরাং তাদের প্রস্তাব আমলে না নেওয়ার সুযোগ নেই।’ 

কোনো দল রাজি না হলে কি ইভিএম থেকে সরে যাবেন এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সরে যাওয়ার তো বিষয় না। তখন আসন হয়তো কম-বেশি হতে পারে। উনারা যদি বলেন- এতো কইরেন তখন আমরা যদি কনভিন্সড হই, যে কথায় যুক্তি আছে তাহলে সেটাই হবে। আর যদি দেখি যে যুক্তিযুক্ত না, তখন বলবো আপনাদের যুক্তিটা তো গ্রহণযোগ্য হলো না।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন