হোম > জাতীয়

কমে আসছে ডেঙ্গুর প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন। 

কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। 

এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

ইসি ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল আবেদন

সিইসির সঙ্গে ইইউ পর্যবেক্ষণ মিশনপ্রধানের বৈঠক

সংরক্ষিত গাছ কাটলে লাখ টাকা, পেরেক লাগালে ২০ হাজার জরিমানা

মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল—জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে আইন উপদেষ্টা

ভারতীয়দের বাংলাদেশের ভিসা দেওয়া ‘সীমিত’

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ