হোম > জাতীয়

কমে আসছে ডেঙ্গুর প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমে আসছে ডেঙ্গুর প্রকোপ। গত দুদিন ধরেই শনাক্তের সংখ্যা কমে আসছে। এ ছাড়া এই দুই দিনের কোনো মৃত্যুর ঘটনাও নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত সর্বমোট রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯১ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৮৮ জন এবং ঢাকার বাইরে ২০৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি মাসের চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ সময় মারা গেছেন ৫৭ জন। চলতি মাসের ১৭ দিনে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৭২ জন। 

কীটতত্ত্ববিদেরা সতর্ক করে আসছিলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। পরে আস্তে আস্তে কমবে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। তবে এর মধ্যে চারটিতেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। 

এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর।

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা