হোম > জাতীয়

বরিশালে থাকা রোগীদের অবস্থা তুলনামূলক ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিনিধি

ঝালকাঠিতে নদীর বুকে লঞ্চে লাগা আগুনে দগ্ধ ৮১ জনের চিকিৎসা হচ্ছে বরিশাল মেডিকেল হাসপাতালে। তাঁরা তুলনামূলক ভালো আছেন। দুর্ঘটনায় আহতের মধ্যে ১০ জনকে ঢাকায় আনা হয়েছে তাঁদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেন, আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরেও পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হচ্ছে। সেখানে আইসিইউ, এইচডিইউসহ উন্নত মানের চিকিৎসা হবে। সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হবে। পরে আরও দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে। ইনস্টিটিউটগুলোতে আইসিইউ, এইচডিইউসহ পোড়া রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা রাখা হবে, যাতে তাদের ঢাকামুখী হতে না হয়। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ সফরে ছিলাম। দুর্ঘটনার সংবাদ পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছি। বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছে, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া ঢাকায় আসার পথে একজনের মৃত্যুসহ সব মিলিয়ে অনেক লোক মারা গেছে। এই দুর্ঘটনায় বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছে ৮১ জন, তাদের মধ্যে ১০ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় যারা আসছে, তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। আর বরিশাল মেডিকেলে যারা আছে, তারা কিছুটা ভালো আছে। এ জন্য তাদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউট থেকে সাত সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে। চিকিৎসা সরঞ্জামও পাঠানো হয়েছে। চিকিৎসার কোনো ঘাটতি হবে না।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির