হোম > জাতীয়

বরিশালে থাকা রোগীদের অবস্থা তুলনামূলক ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিনিধি

ঝালকাঠিতে নদীর বুকে লঞ্চে লাগা আগুনে দগ্ধ ৮১ জনের চিকিৎসা হচ্ছে বরিশাল মেডিকেল হাসপাতালে। তাঁরা তুলনামূলক ভালো আছেন। দুর্ঘটনায় আহতের মধ্যে ১০ জনকে ঢাকায় আনা হয়েছে তাঁদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেন, আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরেও পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হচ্ছে। সেখানে আইসিইউ, এইচডিইউসহ উন্নত মানের চিকিৎসা হবে। সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হবে। পরে আরও দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে। ইনস্টিটিউটগুলোতে আইসিইউ, এইচডিইউসহ পোড়া রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা রাখা হবে, যাতে তাদের ঢাকামুখী হতে না হয়। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ সফরে ছিলাম। দুর্ঘটনার সংবাদ পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছি। বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছে, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া ঢাকায় আসার পথে একজনের মৃত্যুসহ সব মিলিয়ে অনেক লোক মারা গেছে। এই দুর্ঘটনায় বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছে ৮১ জন, তাদের মধ্যে ১০ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় যারা আসছে, তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। আর বরিশাল মেডিকেলে যারা আছে, তারা কিছুটা ভালো আছে। এ জন্য তাদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউট থেকে সাত সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে। চিকিৎসা সরঞ্জামও পাঠানো হয়েছে। চিকিৎসার কোনো ঘাটতি হবে না।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন