হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে আহতেরা সারা জীবন চিকিৎসা সহায়তা পাবেন: ফারুক-ই আজম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। আজ রোববার সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’

গণ-অভ্যুত্থানের আহতেরা চিকিৎসা সহায়তার দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে এবং রোববার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা এই সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।

চলতি সপ্তাহের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। ওই নীতিমালার আওতায় নিহতদের পরিবার ও আহতদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে।

ফারুক-ই আজম বলেন, আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামীতেও মানুষকে অনুপ্রাণিত করে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভায় উপস্থিত ছিলেন।

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর