হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে আহতেরা সারা জীবন চিকিৎসা সহায়তা পাবেন: ফারুক-ই আজম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। আজ রোববার সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’

গণ-অভ্যুত্থানের আহতেরা চিকিৎসা সহায়তার দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে এবং রোববার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা এই সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।

চলতি সপ্তাহের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। ওই নীতিমালার আওতায় নিহতদের পরিবার ও আহতদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে।

ফারুক-ই আজম বলেন, আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামীতেও মানুষকে অনুপ্রাণিত করে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভায় উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন