বাংলাদেশসহ বিদেশি অভিবাসী কর্মীদের আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার যে সময়সীমা দেশটির সরকার বেঁধে দিয়েছে, তা আপাতত আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম।
আজ বুধবার ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে স্থানীয় এক হোটেলে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শ্রমবাজারে চলমান দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার হাসনা মোহাম্মদ বলেন, দুই দেশেই সিন্ডিকেট আছে। তবে মালয়েশিয়ার সরকার চায় অভিবাসী কর্মীরা একটি নিশ্চিত চাকরি নিয়ে সে দেশে যাবেন। আর দুর্নীতিতে যারা জড়িত তাদের শাস্তি দেওয়ার চেষ্টা চলছে।