হোম > জাতীয়

ইন্টারনেট বন্ধ রাখার জন্য ক্ষমা চাইলেন পলক 

নাটোর প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবায় ‘বিঘ্ন’ ঘটায় সব দায় নিয়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

আজ শুক্রবার বিকেলে নাটোরে সিংড়ায় নিজ বাসভবনে সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। 

পলক বলেন, ‘কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলেছে। এ অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে আমি ক্ষমা চাচ্ছি।’

রাজনীতিতে ভুল থাকলে সে দায়ও নিজের ওপর নিয়ে পলক বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তি পর্যায়ে ভুল থাকতে পারে, স্থানীয় রাজনীতিতে ভুল থাকতে পারে। তবে এই ভুলের দায় কখনোই আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়। আমাদের ভুলের জন্য দায়ী যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হন।’ 

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ–মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস, অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব