হোম > জাতীয়

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব

আজকের পত্রিকা ডেস্ক­

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) দেশের সংবাদমাধ্যমের ওপর চলমান আক্রমণ ও হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে সংগঠনটি।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে কিছু ব্যক্তি অবস্থান নেন এবং হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করলেও এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।

বিজ্ঞপ্তি বলা হয়, সংবাদমাধ্যমের পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নিয়ে কারও আপত্তি থাকলে তা লেখার মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের পরিবেশ ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোয়াবের দাবি, সরকারকে মব জাস্টিস কঠোর হাতে দমন করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল