হোম > জাতীয়

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব

আজকের পত্রিকা ডেস্ক­

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) দেশের সংবাদমাধ্যমের ওপর চলমান আক্রমণ ও হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে সংগঠনটি।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে কিছু ব্যক্তি অবস্থান নেন এবং হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ছত্রভঙ্গ করলেও এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।

বিজ্ঞপ্তি বলা হয়, সংবাদমাধ্যমের পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নিয়ে কারও আপত্তি থাকলে তা লেখার মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের পরিবেশ ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোয়াবের দাবি, সরকারকে মব জাস্টিস কঠোর হাতে দমন করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন