হোম > জাতীয়

ত্ব–হার সর্বশেষ অবস্থান গাবতলী, মামলা নেয়নি দারুসসালাম থানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নিখোঁজ হওয়ার ৮ দিন পেরিয়ে গেলেও এখনো কোন খোঁজ মেলেনি ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের। গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে আবু ত্বহা মুহাম্মদ আদনানসহ চারজন নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হলেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ত্ব-হা'র স্ত্রী সাবিকুন নাহার। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ত্ব-হা'কে উদ্ধারে র‍্যাব, পুলিশ ও ডিবি সমন্বিতভাবে কাজ করছে।

গত সোমবার আবু ত্ব-হা'র স্ত্রী সাবিকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু কর পল্লবী থানা। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ত্ব-হা'র দুটি এবং ড্রাইভারের ফোন নম্বরের সিডিআর (কল ডিটেইল রেকর্ড) নিয়েছি। সেখানে ড্রাইভারের সর্বশেষ কল লোকেশন ছিল বগুড়া। ত্ব-হা'র একটি নম্বরে লোকেশন ব্ল্যাংক দেখায়, আরেকটি নম্বরে সিরাজগঞ্জ পর্যন্ত লোকেশন পাওয়া গেছে। ২টা ৩৭ মিনিটে তাঁর স্ত্রীকে তিনি সর্বশেষ একটি লোকেশন শেয়ার করে সেখানে দেখা যায় তিনি গাবতলী আছেন। শুরুটা রংপুর এবং সর্বশেষ নিশ্চিত অবস্থান গাবতলী। এই দুইটির কোনটাই আমাদের থানাধীন নয়। ত্ব-হা'র স্ত্রী আজ এসেছিলেন মামলা করতে আমরা তাকে গাবতলী থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছি।’

আবু ত্ব-হা'র স্ত্রী সাবিকুন নাহার আজকের পত্রিকাকে বলেন, দারুসসালাম থানায় গেলে তারাও মামলা নেয়নি। আবারও নানান অজুহাত দেখিয়েছে। তারাই তো বলেছে, গাবতলী ও মিরপুর ১১ মাঝামাঝি কোথাও থেকে হারিয়ে গেছে। পল্লবী ও দারুসসালাম থানা কেউ মামলা নিল না সরকার সহযোগিতার কথা বলেছে কিন্তু কোথাও তো সহযোগিতা পাচ্ছি না।’

দারুসসালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘ত্ব-হা'র স্ত্রী থানায় এসেছিলেন। আমরা তাঁর সর্বশেষ লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি।’ এ সময় পল্লবী থানা সর্বশেষ অবস্থান গাবতলী নিশ্চিত করেছেন এ তথ্য জানালে তিনি বলেন, ‘কে কি পেয়েছে সেটা তো আমাদের দেখার বিষয় না। আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে থানায় আসেন। ফোনে কিছু বলতে পারব না।’

এদিকে, ত্ব–হা'কে উদ্ধারে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ডিবি পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাফিজ আক্তার বলেন, ‘ত্ব–হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। রংপুরে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রংপুরে যেহেতু জিডি হয়েছে, তারাই বিশেষ ভাবে এটা নিয়ে কাজ করছে। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে। একটি ঘটনা নিয়ে কাজ করতে গেলে সময় লাগতে পারে।’

আবু ত্ব-হা আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও এখন পর্যন্ত তাদের খোঁজ জানাতে পারে নাই সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই। বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতা কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্ত চিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী জেলাবাসির আয়োজনে আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সচেতন আলেম সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। বক্তারা বলেন, চারজন জলজ্যান্ত মানুষ নিখোঁজের দায় কোনভাবেই রাষ্ট্র এড়াতে পারে না। প্রশাসন তৎপরতা অব্যাহত রাখলে তাঁদের খুঁজে বের করা সম্ভব।

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ