হোম > জাতীয়

মাথায় অন্য ধান্দা থাকলে উন্নয়ন হবে না: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনপ্রতিনিধিদের মাথায় যদি অন্য ধান্দা থাকে তাহলে উন্নয়ন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘মাথায় যদি কিছু না থাকে, অন্য ধান্দা যদি থাকে। তাহলে ক্ষমতা উপভোগ করা যাবে, তবে কোনো  কাজ হবে না, উন্নয়ন হবে না। মেয়র, কাউন্সিলর, জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

আজ বুধবার গুলশানের নগর ভবনে আয়োজিত "সুস্থতার জন্য সামাজিক আন্দোলন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এডিস থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এলাকার স্কুল কলেজ, মসজিদসহ বিভিন্ন সংগঠনকে মশক নিধনে যুক্ত করতে হবে। সিটি করপোরেশনের কর্মসূচির কারণে মানুষের মাঝে অনেক সচেতনতা বাড়াতে হবে।

মশার কোনো  বর্ডার (সীমান্ত) নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশার কোনো  বর্ডার নেই। আপনি বাসা পরিষ্কার রাখলেন, কিন্তু পাশের বসার মশা এসে ডেঙ্গু ছড়াতে পারে। তাই সমন্বিত ভাবে কাজ করতে হবে। প্রত্যেকর মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুস্থতার জন্য সামাজিক আন্দোলনকে আরও জোরদার করে ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে। সবাই মিলে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। 

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘রোদ-বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরবৃন্দকে সঙ্গে নিয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকল্পে মশক নিধনে কীটতত্ববিদ দ্বারা পরীক্ষিত ও কার্যকর লার্ভিসাইড ছিটানো অব্যাহত রয়েছে।’

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’