হোম > জাতীয়

সাবেক ডিবি প্রধান হারুন ও তাঁর স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।

তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।

আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।

উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন