হোম > জাতীয়

সাবেক ডিবি প্রধান হারুন ও তাঁর স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।

তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।

আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।

উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত