হোম > জাতীয়

নিজের নামে প্রকল্পে প্রধানমন্ত্রীর না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামালপুরের মাদারগঞ্জে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। ১০০ মেগাওয়াটের প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা সোলার পার্ক।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে নামকরণে নারাজি দিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী জানান, একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জামালপুর জেলায় ১ হাজার ৫১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রকল্পটি যখন অনুমোদনের জন্য তোলা হয়, তখন নাম প্রস্তাব করা হয় ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুর, মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ’। কিন্তু প্রধানমন্ত্রী নিজের নামে প্রকল্পের নামকরণে নারাজি দেন। এ সময় সভায় উপস্থিত অনেক মন্ত্রী-সচিব যৌক্তিকতা তুলে ধরলেও তিনি (প্রধানমন্ত্রী) তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। বারবার ‘না’ জবাব দেন তিনি। শেষমেশ সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর নামে প্রকল্পটি নামকরণের সিদ্ধান্ত হয়।

সৌরবিদ্যুৎকেন্দ্রের এই প্রকল্পটি শুরুতে বাগেরহাটের মোল্লাহাটে হওয়ার কথা ছিল। কিন্তু সম্ভাব্যতা যাচাইয়ের পর জামালপুরের মাদারগঞ্জকে বেছে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৩ সালে বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জরাজীর্ণ রাস্তাঘাটের তালিকা করে তা দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে প্রকল্প আকারে করার জন্য বলেছেন।

একনেক সভায় অন্যান্য দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য একটি প্রকল্প নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়। প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি খুবই জরুরি। এটা যাতে ভালোভাবে করা হয়, সেই বিষয়ে সবাইকে গুরুত্বারোপ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ‘দুধকুমার নদ ব্যবস্থাপনা ও উন্নয়ন’ প্রকল্পটির বিষয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, নদের নাব্যতা রক্ষার্থে নিয়মিত ড্রেজিং করতে হবে। নদে সেতু, ব্রিজ, কালভার্টসহ নদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় যত প্রকল্প নেওয়া হবে, সেগুলো করতে নদের নাব্যতার বিষয়টি খেয়াল রাখতে হবে। এ জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ