হোম > জাতীয়

ইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ মঙ্গলবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন উপস্থিত রয়েছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদল ঢাকায় আসে। 

গতকাল সোমবার ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা জানতে চয়, বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না। বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি বিষয়টি জানান। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানের নেতৃত্বে সাত সদস্যের পুলিশ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। 

বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি জানান, ইইউ প্রতিনিধিদল নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়েই মূলত কথা বলেছে। নির্বাচন সুষ্ঠু হতে পুলিশের ভূমিকা কী রকম হবে, তা জানতে চেয়েছে। এ ছাড়া বিরোধী দলেগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না, তা নিয়েও তাদের আগ্রহ ছিল।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন