হোম > জাতীয়

দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের নির্বাচন ব্যবস্থা এখনো পুরোপুরি আস্থাভাজন হয়ে ওঠেনি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় সংকট রয়েছে জানিয়ে কাজী হাবিবুল আউয়ায় বলেন, ‘দলগুলোর মাঝে ঐকমত্য না হলে নির্বাচন ব্যবস্থা সংকটের মুখে পড়বে।’

সিইসি বলেন, ‘আমরা কিন্তু একটা সংকটে আছি কোনো সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনো রাজনৈতিক ঐকমত্য দেখতে পাচ্ছি না। ঐকমত্য খুব বেশি প্রয়োজন।’

সিইসি জানান, ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনাটা তিরোহিত হয়ে যায়। এ সময় নির্বাচনের আগে বা নির্বাচনকালীন কোনো সংকট সৃষ্টি যেন না হয় এমন প্রত্যাশা করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আজকেও পত্রিকায় দেখলাম জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনায় আস্থার জায়গায় জিরোর কোঠায় নেমে এসেছে। এটা সম্পূর্ণ সত্য নয় তবে কিছুটা সত্য হলেও ভালো হবে না। ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজক হিসেবে ভোটার এডুকেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

আগামী ভোটার দিবসগুলোতে সকল অংশীজনদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ইচ্ছার কথা জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলব না। ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে।’

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম