হোম > জাতীয়

পরিবার পরিকল্পনার পরিদর্শিকা পদে ৭৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৭ হাজার ৬২১ জনের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১০৮০ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা দেশ থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হন। রিটকারীরাসহ লিখিত পরীক্ষার উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরও ফলাফল প্রকাশ না করে গত ১৪ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সেটি শুনানি নিয়ে রুল জারি করা হয়।

আইনজীবীরা বলেন, আবারও মৌখিক পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট।

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার