হোম > জাতীয়

কোভিড টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে ৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনল সরকার। এখন থেকে ত্রিশোর্ধ্ব নারী ও পুরুষেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এই নিয়ে চার দফায় টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে আনা হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রেশন ও চাহিদার অবস্থা বুঝে পর্যায়ক্রমে বয়সসীমা আরও কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে বয়সসীমা কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় গত ৫ জুলাই তৃতীয় দফায় টিকা নেওয়ার বয়স ৩৫ বছরে করার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

সোমবার (১৯ জুলাই) পর্যন্ত চলতি মাসে চীন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে সিনোফার্ম–মডার্নার ৯৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ ও মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে।

এ অবস্থায় গত ৭ জুলাই দ্বিতীয় দফায় প্রথম ডোজের টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিনই প্রায় ২ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও সিনোফার্ম দেওয়া হচ্ছে জেলা ও উপজেলায়। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে।

সুসংবাদ মিলেছে দ্বিতীয় ডোজ পাওয়া ব্যক্তিদেরও। আগামী মাসের শুরুতেই কোভ্যাক্স থেকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার কথা জানিয়েছে সরকার। সাড়া দিয়েছে রাশিয়াও। এ ছাড়া আগস্ট–সেপ্টেম্বরে ভারত থেকে সেরামের টিকাও আসা শুরু হতে পারে। সব মিলেয়ে আগামী দুই মাসের মধ্যে ২ কোটি টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন