হোম > জাতীয়

পলাতক পুলিশ সদস্যদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে সরাসরি জড়িত অনেক পুলিশ সদস্য বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দেশে থাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি জানান, গণ-অভ্যুত্থান চলাকালে গুলি চালানো ও গুলির নির্দেশদাতাদের বিষয়ে তদন্ত চলছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৬০০টিরও বেশি হত্যা মামলা। তদন্ত শেষ না হলে দায় নির্ধারণ ও প্রকৃত নির্দেশদাতা চিহ্নিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, গণ-অভ্যুত্থানের আট মাস পরও ভুয়া মামলা দায়ের ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠছে।

আইজিপি স্বীকার করেন, কোনো অপরাধে জড়িত ৫-১০ জন থাকলেও অনেক সময় ৩০০ জনের নাম অভিযোগে জুড়ে দেওয়া হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেন, তদন্তে প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার হবেন, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না।

পুলিশ সংস্কার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র পুলিশ কমিশনের পক্ষে মত দিয়ে আসছি। সেখানে গ্রেপ্তার, মামলা ও তদন্ত ইত্যাদি বিষয় কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তবে বদলি, বেতন ও পদোন্নতির মতো বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।’

আইজিপি জানান, সংস্কার কমিশন নীতিগতভাবে এসব বিষয়ে একমত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা