হোম > জাতীয়

এমআইএসটির ছাত্র ইয়ামিন হত্যায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি কনস্টেবল নাসিরুলকে গ্রেপ্তারের পর হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আর এই মামলার পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজি এম এইচ তামিম।

এ দিকে খুলনা এলাকায় জুলাই–আগস্টের আন্দোলনে আহত নাইম শিকদার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন তিনি। যেখানে শেখ হেলাল, শেখ তন্ময়, তালুকদার আব্দুল খালেক, তাঁর স্ত্রী হাবিবুন নাহারসহ ১০ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা