হোম > জাতীয়

এমআইএসটির ছাত্র ইয়ামিন হত্যায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি কনস্টেবল নাসিরুলকে গ্রেপ্তারের পর হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আর এই মামলার পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজি এম এইচ তামিম।

এ দিকে খুলনা এলাকায় জুলাই–আগস্টের আন্দোলনে আহত নাইম শিকদার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন তিনি। যেখানে শেখ হেলাল, শেখ তন্ময়, তালুকদার আব্দুল খালেক, তাঁর স্ত্রী হাবিবুন নাহারসহ ১০ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন