হোম > জাতীয়

বিএনপির এমপিদের পদত্যাগ: গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে জয়ী সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয় এসব সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করলেই পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে এ কথা জানান মো. আলমগীর। 

মো. আলমগীর বলেন, ‘তাঁরা (বিএনপির এমপিরা) পদত্যাগপত্র দিয়েছেন খবরে দেখেছি। এটা স্পিকার বা ডেপুটি স্পিকার গ্রহণ করার পর সংসদ সচিবালয় থেকে গেজেট আকারে প্রকাশের পর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বিধান ইসির রয়েছে।’ 

গতকাল শনিবার বিএনপির সমাবেশে নির্বাচন কমিশনের বাতিল দাবি করেন দলটির নেতারা। এ ব্যাপারে ইসি আলমগীর জানান, বাংলাদেশে ৩৯টি রাজনৈতিক দল আছে। সবাই যদি বাতিল চায় সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটি বা দুটি দলের কথায় হবে না। 

এই নির্বাচন কমিশনার বলেন, ‘সব দল যদি বাতিল চায়, তাহলে বুঝতে হবে অর্পিত দায়িত্ব পালন করতে পারছি না।’

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন