হোম > জাতীয়

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, যাঁরা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাঁরা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ, তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হলেও পরিবেশের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে, পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে।

আজ বৃহস্পতিবার সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এই সভার আয়োজন করে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই)।

নিরাপদ খাদ্য নিশ্চিত করণের আহ্বান জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলি, কিন্তু খাদ্য নিরাপদ কি না, তা-ও আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয়, তাহলে এ ধরনের খাদ্য দিয়ে আমাদের কোনো লাভ নাই। শুধু বিল্ডিং থাকলে হবে না, কাজ করতে হবে মানুষ দিয়ে; তাদের আবার দক্ষ হতে হবে। গবেষণা পর্যায়ে যেমন বিজ্ঞানী লাগবে তেমনি মাঠপর্যায়ে লাগবে দক্ষ কর্মী।’

উপদেষ্টা আরও বলেন, প্রাইভেট সেক্টর সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করলে জনগণের নিকট আরও বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, এলআরআইয়ের পরিচালক ড. মো. মোস্তফা কামাল প্রমুখ।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা