হোম > জাতীয়

কাল থেকে বাড়বে তাপমাত্রা, কমবে শীতের প্রকোপ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশে এতদিন একটু একটু করে শীতের তীব্রতা বাড়ছিল। তবে আগামীকাল শুক্রবার থেকে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এতে কমে আসবে শীতের প্রকোপ। এরপর জানুয়ারির ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এ কদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমার পর আবার কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়তে থাকবে। এরপর ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপরে আবার কমতে পারে তাপমাত্রা। তবে মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তখন শীতের তীব্রতা বেশি থাকবে।’ 

আবহাওয়া অধিদপ্তর থেকে বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে আবার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১০ দশমিক ৩, যা গতকাল ছিল তেঁতুলিয়া ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩, আজ ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১২ দশমিক ৬, আজ ১২ দশমিক ৩, চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৫, আজ ১৫, সিলেটে ছিল ১৩ দশমিক ৯, আজ ১৩ দশমিক ৮, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৫, আজ ১০ দশমিক ৯, রংপুরে ছিল ১০ দশমিক ৬, আজ ১১ দশমিক ৩, খুলনায় ছিল ১২ দশমিক ৫, আজও একই আছে এবং বরিশালে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল