হোম > জাতীয়

যথাযথ মূল্যায়ন না করলে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও একটি করে স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি