হোম > জাতীয়

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র-কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশিদের মানববন্ধন

দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় গত মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা মানববন্ধন করেন। 
 
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

একই দাবিতে মানববন্ধন করেছে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব আইওয়া (বিএসএইউআই), বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ স্টেশন।

এ ছাড়া, কানাডার নিউফাউন্ডল্যান্ড মেমোরিয়াল ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে। এর বাইরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেট লাইব্রেরির সামনে বিক্ষোভ করে বাংলাদেশি ছাত্র কমিউনিটি।

মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়তে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁরা জাতীয় পতাকাসহ নিজেদের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন থেকে কোটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই