হোম > জাতীয়

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র-কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশিদের মানববন্ধন

দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় গত মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা মানববন্ধন করেন। 
 
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

একই দাবিতে মানববন্ধন করেছে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব আইওয়া (বিএসএইউআই), বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ স্টেশন।

এ ছাড়া, কানাডার নিউফাউন্ডল্যান্ড মেমোরিয়াল ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে। এর বাইরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেট লাইব্রেরির সামনে বিক্ষোভ করে বাংলাদেশি ছাত্র কমিউনিটি।

মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়তে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁরা জাতীয় পতাকাসহ নিজেদের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন থেকে কোটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু