হোম > জাতীয়

ইসির নিবন্ধন পাচ্ছে আরও ২৯ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। কারণ নির্ধারিত সময়ে এসব পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে কোনো আপত্তি ইসিতে জমা পড়েনি। গতকাল সোমবার ছিল আপত্তি জানানোর শেষ দিন।

ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২৯টি দেশীয় পর্যবেক্ষকের নিবন্ধন সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হয়েছে। নথিটি এখনো ফেরত আসেনি। 

এর আগে প্রথম ধাপে ৬৭টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপেরগুলো অনুমোদন পেলে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা হবে ৯৬টি।

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার শেষ সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। তেমন সাড়া না পেয়ে ১০ ডিসেম্বর সময় বাড়িয়েছে ইসি।

বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষদিন কাল

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আবেদন করতে হবে। এখন পর্যন্ত শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছে বলে জানা গেছে। প্রথমে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করেছিল ইসি। এই সময়ের মধ্যে তেমন সাড়া না পেয়ে আবেদন করার জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ইসি। 

এছাড়া ৩৮ দেশ ও সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। ভোট পর্যবেক্ষণ করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্রের মাধ্যমে কনফার্ম করতে হবে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ