হোম > জাতীয়

ইসির নিবন্ধন পাচ্ছে আরও ২৯ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। কারণ নির্ধারিত সময়ে এসব পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে কোনো আপত্তি ইসিতে জমা পড়েনি। গতকাল সোমবার ছিল আপত্তি জানানোর শেষ দিন।

ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২৯টি দেশীয় পর্যবেক্ষকের নিবন্ধন সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হয়েছে। নথিটি এখনো ফেরত আসেনি। 

এর আগে প্রথম ধাপে ৬৭টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপেরগুলো অনুমোদন পেলে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা হবে ৯৬টি।

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার শেষ সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। তেমন সাড়া না পেয়ে ১০ ডিসেম্বর সময় বাড়িয়েছে ইসি।

বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষদিন কাল

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আবেদন করতে হবে। এখন পর্যন্ত শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছে বলে জানা গেছে। প্রথমে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করেছিল ইসি। এই সময়ের মধ্যে তেমন সাড়া না পেয়ে আবেদন করার জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ইসি। 

এছাড়া ৩৮ দেশ ও সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। ভোট পর্যবেক্ষণ করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্রের মাধ্যমে কনফার্ম করতে হবে।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী