হোম > জাতীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: হাসিনা-কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। আজ মঙ্গলবার এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। 

বিকেলে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন। 

মামলার এজাহারে নামোল্লেখ করা অন্য আসামিরা হলেন—বেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান, দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়া। মামলায় ৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। 

এস এম জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ২০১৫ সালের ১৯ এপ্রিল সিটি নির্বাচনে খালেদা জিয়া মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে এসেছিলেন। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তখন মামলা করার চেষ্টা করলেও পুলিশ প্রশাসন মামলা নেয়নি। এখন দেশে গণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মামলা করা হলো। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘পুরোনো ঘটনার মামলা হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। হামলার সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করার চেষ্টা করা হবে।’

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানাল ইসি

বিচারকেরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না—কাঠগড়ায় সাংবাদিক দুররানীর প্রশ্ন

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে নওরোজ সম্পাদক দুররানী

সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১ কোটি টাকা প্রতারণার মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শুধু বিধিবিধান দিয়ে অবৈধ আয় বন্ধ হবে না: পরিকল্পনা উপদেষ্টা

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই: ইসি

প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ২৩ হাজার ছাড়াল

কওমির দাওরায়ে হাদিস সনদধারীরাও কাজি হতে পারবেন

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু