হোম > জাতীয়

শ্রীপুর উপজেলায় গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা হাইকোর্টে বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। দুর্জয়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। এতে দুর্জয়ের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

দুর্জয়ের পক্ষে থাকা ব্যারিস্টার আশরাফ আলী সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে তার নির্বাচনী প্রচার চালাতে বাধা নেই।’

এর আগে বারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুর্জয়ের উপস্থিতিতে শুনানি করে গত ১৫ মে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন দুর্জয়। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই।

আগামী ২১ মে ভোটগ্রহণ হবে এ উপজেলায়। ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন দুর্জয়। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল। এ ছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শামীম।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন