হোম > জাতীয়

ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মতোই উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে ইউএনও কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লিখতে বলা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সাইফুল্লাহ মামুন আজ বৃহস্পতিবার এ আদেশের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর এ আদেশ দেওয়া হয়। 

এ ছাড়া উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক), ১৩ (খ) ও ১৩ (গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

চলতি বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে ইউএনওদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান ওই রিট করেন। 

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে