হোম > জাতীয়

দেশে করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় করোনায় ২৩৫ জনের মৃত্যু এবং একই সময়ে ১৫ হাজার ৭৭৬ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ২৭ জুলাই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭০৫টি সক্রিয় ল্যাবে ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ এসেছে ১৩ হাজার ৮১৭ টির ফল। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। 

যেখানে গতকাল ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ এসেছে ১৫ হাজার ৭৭৬ টির ফল। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৯৩ জন। আর খুলনা বিভাগে ৩৬, চট্টগ্রাম বিভাগে ৬৮, রাজশাহীতে ১২, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ ও ময়মনসিংহে ৭ জন মারা গেছেন। 
এক দিনে করোনায় মৃত ২৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৫, বেসরকারি হাসপাতালে ৩৭ জন, বাসায় মারা গেছেন ১৮ জন এবং ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১২৫ আর নারী ১১৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২ জনের বয়স ১০০ বছরের বেশি। ৯১-১০০ বছর বয়সী ৩ জন, ৮১-৯০ বছর বয়সী ১২ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৮২ জন, ৫১–৬০ বছর বয়সী ৫৫ জন, ৪১–৫০ বছর বয়সী ২৫ জন, ৩১–৪০ জন বছর বয়সী ২২ জন, ২১–৩০ বছর বয়সী ৫ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৬ হাজার ১১২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। আর মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৩৮ জন করোনা রোগীর। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান