‘দেশে রাজনৈতিক সংকট নিরসন করার সামর্থ্যটা আমাদের নেই’— এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে ২৬ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সিইসি।
সিইসি বলেন, ‘রাজনৈতিক যে সংকটগুলো আছে আমরা বলেছি সেগুলো সম্পর্কে আমাদের প্রত্যাশা সব সময় ইতিবাচক। কিন্তু সেই সংকট নিরসন করার সামর্থ্যটা আমাদের নেই বা আমাদের সে ম্যান্ডেটও নেই। আমরাও বলেছি-আপনারাও নিজেদের মধ্যে চেষ্টা করতে পারতেন।’
দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা নিরসনের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল। পরিবেশ নিয়ে কেউ কেউ বলেছেন-নির্বাচনের পরিবেশটা অনুকূল নয়, কিছু কিছু দল এখনও অংশ নিতে পারছে না। আমরা সেটা স্বীকার করেছি।’