রাজশাহী ও বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহকে রাজশাহীর এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক মো. আমিন-উল-আহসানকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২০ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব করা হয়।