হোম > জাতীয়

ঘোষণা আসছে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারির মধ্যে মাস্ক না পরলে সরকারি-বেসরকারি দপ্তরে সেবা পাওয়া যায় না। যারা করোনার টিকা নেননি, এখন থেকে তারাও সরকারি-বেসরকারি দপ্তরে কোনো সেবা পাবেন না; এমন ঘোষণা দিতে যাচ্ছে সরকার। 

আজ মঙ্গলাবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘আগে ছিল নো মাস্ক, নো সার্ভিস। এখন নো ভ্যাকসিন, নো সার্ভিস এটা আমরা বলতে চাচ্ছি। এটা আমরা করতে পারলে টিকা কার্যক্রম আরও বেগবান হবে, মানুষ টিকা নিতে আসবে। নো ভ্যাকসিন, নো সার্ভিস এটা চিঠির মাধ্যমে সব মন্ত্রণালয়কে জানিয়ে দেব। বেসরকারি সংস্থায়ও জানিয়ে দেব।’ 

৬০ বছরের বেশি বয়সীদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলছি মাস্ক না পরলে যেন জরিমানা করা হয়। মোবাইল কোর্ট চালাতে বলা হয়েছে।’ 

সব মন্ত্রণালয়কে এখন থেকে ভার্চুয়াল সভা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক। নতুন করে যেন কোনো অনুষ্ঠান না নেওয়া হয় আমরা সেই পরামর্শ দেব।’        

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন