হোম > জাতীয়

২৫ বছর পর নির্বাচন: জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল

আজকের পত্রিকা ডেস্ক­

মো. আমিরুল ইসলাম ও মুহাম্মদ মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সভাপতি ও মহাসচিবসহ ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

সারা দেশের ২ হাজার ১৮৫ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। তবে ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ এ সময় উপস্থিত ছিলেন।

যদিও অভিযোগ রয়েছে কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তা নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন। যার ফলশ্রুতিতে নির্বাচন কমিশনের সব সদস্য পদত্যাগ করতে বাধ্য হন। বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসে অন্তবর্তীকালীন কমিটি ও ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম কমিটি। এরপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হয়।

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী