হোম > জাতীয়

২৫ বছর পর নির্বাচন: জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল

আজকের পত্রিকা ডেস্ক­

মো. আমিরুল ইসলাম ও মুহাম্মদ মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সভাপতি ও মহাসচিবসহ ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

সারা দেশের ২ হাজার ১৮৫ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। তবে ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ এ সময় উপস্থিত ছিলেন।

যদিও অভিযোগ রয়েছে কয়েকজন বিচার বিভাগীয় কর্মকর্তা নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন। যার ফলশ্রুতিতে নির্বাচন কমিশনের সব সদস্য পদত্যাগ করতে বাধ্য হন। বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসে অন্তবর্তীকালীন কমিটি ও ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম কমিটি। এরপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি

রামপুরায় ২৮ জন হত্যা: সাবেক দুই বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

পাঁচ সদস্যের কমিশন, চার বছর মেয়াদ রেখে দুদকের অধ্যাদেশ জারি

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী