আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি কেএম হাফিজুল আলম। আজ রোববার তিনি যোগ দেওয়ার পর বিচারাধীন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা শুনানির তারিখ নির্ধারণসহ ১৮টি আদেশ দিয়েছেন।
এর আগে সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে তিন সদস্যর বেঞ্চে বিচারকাজ শুরু হয়।
গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়।
গত ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা যান। তাঁর মৃত্যুতে ট্রাইব্যুনালের একজন সদস্যের পদ শূন্য হলে বন্ধ হয়ে যায় বিচারকাজ।